Wednesday, May 20, 2020

এশক - ভূবন মুন্সী




১.
আইন শিন ক্বাফ এর ভেদ না জেনে
পাবে কি মন আলিফ লাম আরা মিমের দিশে,
তালাশ কর মিম জিম আর নূনের বেশে।

২.
কালের কথা ভাবছো কেন
মুহুর্ত গুলো প্রেমে কাটাও
আর কি আছে প্রেম ছাড়া
তুমি নিজেই প্রেমে সৃষ্টি।

৩.
সে কোথায় থাকে দিল ছাড়া
পিওর প্রেমিকের দিল মশগুল
তাঁকে কে বুঝে প্রেমিক ছাড়া
চেয়ে দেখো সুন্দর কত কাশফুল। 

৪.
তামাম দুনিয়া চষে বেড়াও
বুক ভরে নাও প্রেমের স্বাদ
আর কি নিতে পারো, এটা 
খোদার প্রেরিত সংবাদ।

৫.
শুদ্ধ থাকো এবং ঋদ্ধ হও
এশক ছাড়া কি আছে এমন
ঋদ্ধ করে?
কু এশক ভিন্ন অন্য ঘরে।

৬.
কে তুমি প্রশ্ন করো নিজেকে
দেখবে তুমি কিছু না
কিছু নও
ছিলেনা কিছু প্রেম ছাড়া। 

৭.
সুরা হারাম ছিলো
তার জন্য ক্লিনিক্যালি জায়েজ 
শামস ভাবতো না কিছু 
দৃশ্যটা আপেক্ষিক। 

৮.
যে চোখে নিজেকেই পাও না
কিভাবে তাকে দেখবে
এশকের চোখে খোঁজ
সেখানে অমা পূর্ণিমা নেই।

৯.
সে অন্ধকার এবং
তুমি আলোকিত করতে পারো
যতটুকু তুমি
তার চেয়ে সে বেশি নয়।

১০.
বাহির বন্ধ কর
তালাশ কর ভিতরে
এটা সরল পথ।

১১.
নীরব থাকো
শব্দের ঘরে নিঃশব্দে ডাকো
তিনি সন অব সাইল্যান্স
জাগাও।

১২.
কেউ কি বাঁশি বাজায়
কার বাঁশি কে বাজায়
বাশি সব বলে বাক্যহীন
সুরের সাথে রাত্র দিন।

১৩.
চাঁদের আলোয় তাকে দ্যাখো
সে না চাঁদ, না আলো
এশকের চোখে তাকাও
তাকে দ্যাখবে।

১৪.
সে কোথায়
প্রশ্ন করোনা 
শুধু ডুব দাও অতলে
প্রেমের গভীর জলে।

১৫.
নিজেকে খোঁজ
জ্ঞান দিয়ে হয় না খুব
প্রেমে মজ।

১৬.
কিছুই না 
নীরবতা একটি স্লেট 
যেখানে দেখতে পাবে
স্রষ্টার ছবি।

১৭.
বৃষ্টির ফোঁটাকে দেখো
সে কি বলে?
অন্যটির জন্য কান্না করে
জল হতে চায়।

১৮.
চেষ্টা করো না
অনুরাগে অপেক্ষা করো
সে দ্বার খুলবে
স্বেচ্ছায়।

১৯.
ভেদ করো না
সে সর্বত্র
এবং তুমিও
চেয়ে দ্যাখো।


২০.
একদম নতুন
অথচ আদি হতে
একটি পথই সরল
তাকে পেতে পারো প্রেমে।

রচনাঃ ২০১৭

No comments:

Post a Comment