Sunday, May 10, 2020

চাষাবাদ

www.obotar21st.blogspot.com


অনার্য চাষী, বনায়নে মন দাও
গড়ে তোল অরণ্য সবুজ শালীন।

দ্যাখো, মাথার ভিতর সূর্য জ্বলে
গলে গলে জল হয় কঠিন বরফ,
বরফের চাই;
অবমুক্ত করে পরিত্যাক্ত প্রাচীন
জীবাণু সব।

অস্তিত্বের কাল হতে
যে স্বভাব নুন হয়ে জমে আছে
শরীরের ভাঁজে ভাঁজে
জল পেলে গলে যায় স্বভাবের নুন,
আদিম স্বভাবে ফের জেগে ওঠে
মানুষ, মানুষের মন।

অনার্য চাষী, বনায়নে মন দাও
গড়ে তোল ব্যারিক্যাড বন
সবুজ শালীন।

No comments:

Post a Comment