Wednesday, May 13, 2020

সমীকরন থেকে জেনে নিন কত দিন বাঁচবেন! - ভূবন মুন্সী



"একটা বদ হাওয়া লেগে খাঁচায়
পাখি কখন জানি উড়ে যায়"
অথবা
"জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন
বানাইতো দালান কোঠা করিয়া রঙিন"
এই বাঁচা মরার গান গুলো শুনলেই আমাদের বুকটা কেমন জানি করে। দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে বুক চিড়ে।

জৈবিক মৃত্যু সত্য ; মানুষ মরে এ কথা কোথাও নেই।
এই জৈবিক বেঁচে থাকা কতদিন?
"এক মিনিটের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা" অর্থাৎ
অনিশ্চিত!

এই অনিশ্চিত উত্তর পেতে পারি অনিশ্চয়তার সমীকরন হতে। ধরে নিন আপনার বয়স ২০ বছর। তবে  আপনি আরও ৪০ বছর বাঁচবেন। আর আপনার বয়স ৫০ বছর হলে আপনি ২০ বছর বাঁচবেন।

এটাও কিন্তু অনিশ্চিত। রোড অ্যাকসিডেন্টে যখন তখন মারা যেতে পারেন। করোনা এসে আপনাকে গ্রাস করতে পারে। বুকে ব্যাথা নিয়ে তাৎক্ষণিক মারা যেতে পারেন। এছাড়া ধূলো বালি, পুষ্টি, ঘুম, অশান্তি, প্রশান্তি ব্যাপার গুলোতো আছেই। আরও আছে যুদ্ধ, প্রতিহিংসা, লোভ, অন্যের পথের কাঁটা হওয়া কিংবা দৈব কোন কারণ।

সব অনিশ্চয়তার মধ্যেও বেঁচে থাকার একটা অনিশ্চিত  উত্তর পেতেই পারেন। নিজের বর্তমান বয়স জানা থাকলে নিচের সমীকরনে বসিয়ে দিন...

সম্ভাব্য আয়ুষ্কাল = (৮০-বর্তমান বয়স)×২/৩.

তবে রেজাল্ট কম আসলেই চিন্তিত কিংবা অস্থির হবেন না অথবা বড় রেজাল্ট পেয়ে লম্বা ঘুম দেবেন না।

শাঁইজীর কালামে কন্ঠ মিলিয়ে গেয়ে উঠুন-
এমন মানব জনম আর কি হবে
মন যা চায় ত্বরায় কর এই ভবে।

No comments:

Post a Comment