অন্যপাতা

Sunday, July 19, 2020

মেসেঞ্জার অব কসমোলজি'র খোলা চিঠি।



Messenger Of Cosmology



Messenger Of Cosmology এখনো অঙ্কুরিত চারার মতোন। দৈর্ঘ্যে- নাতিদীর্ঘ, ব্যাপ্তিতে- লোকাল, গ্লোবাল পরিচিতিতে- আননোন। সামুদ্রিক বিস্তার এখনো অনেক দূর। গত মাস দুই অল্প সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন-

জাতীয় পরিসরে-
শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, চট্টগ্রাম, নীলফামারী

আন্তর্জাতিক পরিসরে-
যুক্তরাষ্ট্র, জ্যামাইকা ও পশ্চিম বঙ্গ থেকে তরুণ চিন্তাবিদ, কবি ও কমরেডগন।

প্রকাশের পাল্টা সড়কে দৃঢ় পথ চলার এ প্রস্তুতি লগ্নে যাঁরা আমাদের সাথে আছেন, শুধু মুখ নয়, বুক নিঃসৃত ভালোবাসা এবং অভিনন্দন আপনাদের।

সবে পথচলা শুরু। পদক্ষেপের প্রথম পা টি উর্দ্ধে উঠেছে মাত্র। শুধু আর্টিকেল নয়, যাঁরা বেসামাল বিশ্বকে সামাল দেবার আয়োজক হতে চায়- হররোজ প্রতীক্ষায় থাকি।

যাঁরা সাথে থেকে এ প্ল্যাটফর্মটির পরিচর্যায় আছেন- মূলত বৃক্ষের শেকড়ে জলের মতোন, যাঁরা প্রত্যহ মেসেঞ্জার অব কসমোলজি   পাঠের সাথে সম্পৃক্ত, যাঁরা এ প্রয়াসকে বৃত্তিক পথে ছড়িয়ে দিচ্ছেন- সবাইকে হৃদ স্পন্দিত শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে
মেসেঞ্জার অব কসমোলজি'র পক্ষে
ভূবন মুন্সী

এ পর্যন্ত আমাদের সাথে সম্পৃক্ত মেসেঞ্জারগণঃ-
  
১. ড. আলী রীয়াজ - যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতির অধ্যাপক এবং গবেষণা সংস্থা আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো।


২. এম ইকবাল - কলামিস্ট ও রাজনীতিবিদ।


৩. মুরশীদ সেলিন - রাষ্ট্র ও রাজনীতি বিশ্লেষক।


৪. শামীম রেজা - কলামিস্ট ও রাজনীতিবিদ।


৫. হাসান রাকিব - কবি ও ছোট গল্পকার।


৬. মিরান - শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


৭. একেএম খাদেমুল বাশার - লেখক ও পর্যটক।


৮. তানজিল আহমেদ আকাশ - কলামিস্ট ও স্টুডেন্ট লিডার।


৯. মোঃ ইয়াছিন মিয়া - কলামিস্ট ও স্টুডেন্ট লিডার।


১০. মিঞা ভাই - কলামিস্ট ও স্টুডেন্ট লিডার।


১১. শ্রী রীতি - স্টুডেন্ট লিডার


১২.  মোঃ শামীম মিয়া - কলামিস্ট ও স্টুডেন্ট লিডার।


১৩. মোঃ মমিন আলী - রাজনীতিবিদ।


১৪. আব্দুল আলীম - কলামিস্ট ও রাজনীতিবিদ।


১৫. সোহানুর রহমান - শিক্ষক ও মানবাধিকার কর্মী।


১৬. ন-হন্যতে - লেখক ও ফার্মাসিস্ট।

যোগাযোগঃ-
email: shimul2016.bsm@gmail.com
Messenger Of Cosmology page

No comments:

Post a Comment