Friday, May 15, 2020

কামারের বিলাই - ভূবন মুন্সী



নায়ক মান্না অভিনীত ‘দাঙ্গা’ ছবির প্রথম দৃশ্যের গল্প- এক কামারের একটা বিলাই ছিলো; বিলাইডা সারাদিন ঘুমাই থাকতো; লোহার ঠন ঠন ঠনাস ঠনাস শব্দেও তার ঘুম ভাঙতো না; কিন্তু কামার যহন ভাত খাইতে বসতো তখন মাছের কাঁটা চিবানোর শব্দে তার ঘুম ভাইঙ্গা গেতো।

গল্পের মানে হইলো, যার যা দরকার, সে তার খবর রাখে।

প্রমাণ দিতে গিয়ে এক অনাথ কে জিজ্ঞেস করে, কাল রিলিফের চাল দিবে সে খবর তার জানা আছে কিনা,
উত্তর আসলো ‘না’।

নাপিত বললো,
কথাডা মিথ্যা হয়া গেলো বাবু। এডা কামারের বিলাই না।

ঠিক তেমনি দেশ মাতৃকার দুর্দিনে, যাঁরা দেশের তারা খবর রাখে। একুশ হতে একাত্তরে তারা ঠিকই জেগে উঠে ছিলো, ঐতিহাসিক দায়বদ্ধতায় সাতান্নোর নিভে যাওয়া সূর্য বুকের বারুদে আবার জ্বালিয়ে দিয়েছিলো ডিসেম্বরে।

আজ অর্ধ শতাব্দী পর আবার যখন পুরনো প্রেত, আরব্য জাহেলিয়াত তান্ডব ছন্দে নৃত্য করছে দেশের সবুজ ক্যানভাসে, তখন দেখি সবাই কন্ঠহীন-বোবা, ঘুমিয়ে থাকা অকামারী বিড়াল।

চলমান সামাজিক-রাষ্ট্রিক সংকটে, যাঁরা দেশের আজ তাঁরা জাগবে। দেশদ্রোহী পাষন্ডের বিপরীতে কেউ তো আছেন দেশজ চেতনায় অন্বিত বীর সৈনিক, কেউ তো আছেন “কামারের বিলাই”।


০২.০৩.২০১৯

No comments:

Post a Comment