Tuesday, June 9, 2020

তোমাকে অভিবাদন বাংলাদেশ - ভূবন মুন্সী

সিন্ধু হতে নদিয়া অতপর বাংলাদেশ। প্রাচীন সন্দীপের সুনাম ঝুলিতে নিয়ে, গৌর-নিতাই-লালনের নদিয়ায় শুদ্ধ হয়ে, পুনঃপুনঃ গঙ্গা স্নানে, বঙ্গোপসাগরের সাথে দ্রোহ করে, পদ্মার পলি নিয়ে ঋদ্ধ হয়ে, অতপর একাত্তরে প্রাচীন বঙ্গের পূর্ণ প্রকাশ - বাংলাদেশ।

"যুদ্ধ যুদ্ধ খেলা, পুরাটাই ছল' এ নীতিতে দস্যু জাত বেনিয়া বৃটিশ পলাশীর আম্র কানন হতে চুরি করে বঙ্গ তথা উপমহাদেশের স্বাধীন সুর্য। দীর্ঘ সংগ্রামের পরিনতি অর্থে ৫২ থেকে ৭১ হয়ে আবার বৈদ্যনাথ তলার আম বাগানে বঙ্গ পুরুষ উদয় করে স্বাধীনতার নব সুর্য।
১৬ই ডিসেম্বর সুর্য হেসে বলে - সুপ্রভাত বাংলাদেশ।

ঢাকাই মসলিনে বিশ্বচোখ অবাক হয়ে তাকিয়ে থাকে। জাহাজ রপ্তানি করে বঙ্গদেশ। মানুষ তত্ত্বের অনুষঙ্গে উঠে আসে বাউল গান। বিশ্বমন মুগ্ধ হয়ে শ্রবণ করে। একতারার সুরে, বাউলের গানে বিমোহিত বিশ্বলোক পেয়ে যায় অমৃতের স্বাদ। তোমাকে অভিবাদন বাংলাদেশ।
৫২তে সালাম - রফিকদের রক্ত দামে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা পায় আবার সেই সালাম - রফিকরাই সহস্রাব্দের সন্ধিক্ষণে ২০০০ সালে বসুমতীর সকল সন্তানের মুখের দাবি প্রতিষ্ঠা করে বৌদ্ধিক সংগ্রামে। আজ বঙ্গের অক্ষর শহীদ মিনারের লাল সুর্য ছুঁয়ে দাঁড়িয়ে থাকে জাতিসংঘের সম্মুখে। তোমাকে অভিবাদন বাংলাদেশ।

দুরন্ত মুসা ইব্রাহীম দ্রোহী পদক্ষেপে উঠে যায় এভারেস্টের চূড়ায়। সুউচ্চ শিখরে সেঁটে দেয় লাল-সবুজের পতাকা। জননী নিশাত মজুমদার সেই চূড়ায় উঠে শীতল পাটির মতোন মসৃণ হাতে বুলিয়ে দেয় সোহাগী পরশ। সাবাস - বাংলাদেশ।
অসহায় রোহিঙ্গা শিশুর করুন আর্তনাদে মাতৃত্ব জেগে ওঠে বাংলাদেশ সরকারের বঙ্গীয় মনে। মানবিক মমত্ববোধে অসহায় রোহিঙ্গাদের ঠাঁই দিয়ে বাংলাদেশ ইতোমধ্যে বিশ্ব মানচিত্রের সকল দেশে কাঁটাতারহীন অখন্ড মানবিক বিশ্ব গঠনের সওগাত পাঠিয়ে দিয়েছে।
তোমাকে অভিবাদন বাংলাদেশ।

সমগ্র বিশ্ব জুড়েই সংকট - রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আর প্রতিবেশিক সংকট। বাংলাদেশ- নির্বাচন কালীন সংকটের দগদগে ক্ষত সেঁটে আছে তোমার গায়ে; সচেতন শুশ্রূষায় মুছে নাও; অপরাপর দেশের সাথে তুমিও এই করোনার আগুন নেভাও।
একবিংশের দুই দশকের সফলতা সাথে নিয়ে আরও বেগবান হয়ে উঠ উন্নতির দিকে, প্রান্তরে প্রান্তরে হয়ে উঠ আরও সবুজ।

পুনশ্চঃ তোমাকে অভিবাদন বাংলাদেশ।

No comments:

Post a Comment