Monday, June 1, 2020

পোস্টার - ভূবন মুন্সী


মানুষই অনুপম পোস্টার । অধিকার আদায়ের বৌদ্ধিক সংগ্রামে বৌদ্ধিক মানুষ পোস্টার হয়ে ফিরে যাক জনপদে। যাপনের জনপদ হয়ে উঠুক যথাযথ রাজপথ। ঘরে বাইরে আঙিনায়, দোকান ক্যাম্পাস স্টলে পোস্টার কথা বলুক। কাগজের পোস্টারে প্রকাশিত অক্ষর ক্ষর হোক মানুষের প্রাণে। মানুষই জীবন্ত পোস্টার, আধুনিক পোস্টার ।

কোটি কোটি পোস্টার আজ থেকে তর্জনী উঠিয়ে অনিয়ম কে থামতে বলবে। যারা মিছরির ছুরি তারা মরে যাক, বেঁচে থাক মানুষ।

কাগজের পোস্টারে প্রকাশিত বাক্য মানুষের কন্ঠ ছুঁয়ে বেরিয়ে আসুক প্রানজ হয়ে। মানুষ হয়ে উঠুক পোস্টার , প্রসব করুক আরও এক। এভাবে এক এক করে বহু পোস্টার সমস্বরে গেয়ে উঠুক গান - হাল ছেড়োনা বন্ধু।

কৃষক ও তার সন্তান জীবন্ত পোস্টার হয়ে ধানক্ষেত ও প্রবাসে যাবে। পোস্টারে প্রকাশিত বাক্য কবির কলম ছুঁয়ে কাব্য হবে। সাহিত্যিক ও বুদ্ধিজীবী এবং নাট্যকার পোস্টার সমাচার হাতে নিয়ে টেবিলে যাবে। ক্যাম্পাসে ক্যাম্পাসে আলোচ্য হবে পোস্টার খবর।

মানুষের মানচিত্রে মানুষই অনুপম পোস্টার। মুক্তির মিছিলে মানুষ পোস্টার হাতে, পোস্টার হয়ে ছুটবে জনপদে মানুষের কাছে।

No comments:

Post a Comment