Sunday, October 31, 2021

সুস্থ পৃথিবী মানুষের জন্মগত অধিকার - ভূবন মুন্সী

"সুস্থ পৃথিবী মানুষের জন্মগত অধিকার"

মেসেঞ্জার অব কসমোলজি 


ইলন মাস্কের কার্বন নির্গমন না করা car project কে সাধুবাদ দিয়েছিলাম। তার ইচ্ছে  দূষণ মুক্ত পৃথিবী টিকে থাক বহু বছর। বলেছিলাম, এ ইচ্ছা ছেঁড়া চুলে খোঁপা বাঁধার সাধ। 

বহু রাষ্ট্র, জাতি, বহুজাতিক বহু কোম্পানি নিয়ে আমাদের এই পৃথিবী। এরা নিজেরা পরস্পর প্রতিযোগিতায় ব্যস্ত। ব্যক্তি টেক্কা দিচ্ছে ব্যক্তিকে, এক জাতি আারেক জাতিকে, রাষ্ট্র রাষ্ট্রকে আর কোম্পানিগুলো ন্যাংটো হয়ে টেক্কা দিচ্ছে আরেক কোম্পানিকে। এগিয়ে যেতে চাইছে। উন্নতি চাইছে।

এই এগিয়ে যাওয়া বা উন্নতি লাভ করা বলতে কী বুঝি? 

ধনতান্ত্রিক বিশ্বে ব্যক্তি, জাতি, রাষ্ট্র এবং কোম্পানি সমূহ ব্যক্তিগত আচরণ করে চলছে। সামষ্টিক কোন নীতি বা অখন্ড সঙ্ঘবদ্ধতার অনুপস্থিতিই এর কারণ। 




ব্যক্তিগত আচরণ করতে গিয়ে আমরা যেমন যাচ্ছেতাই কাজ করি- চুরি করি, ঘুষ খাই, চাকু বানাই, বন্দুক কিনি, বিঘায় বিঘায় জমি কিনি, টাকা দিয়ে ব্যাংকের লকার ভরি, মারামারি করি, গুলি করি - জাতি, রাষ্ট্র এবং কোম্পানি সমূহ একই কাজ করে। একক ভাবে পৃথিবীর মালিক হচ্ছে। আপাতত আমাদের মনে মগজে এটিই উন্নতি।

ব্যক্তিকে লাগাম পড়ানোর দ্বায়িত্বটা পালন করে রাষ্ট্র। রাষ্ট্রকে লাগাম কে পড়ায়? পুরো পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে কোম্পানি সমূহ এদের লাগাম কে পড়াবে? 

আন্তর্জাতিক কোন সমস্যা সমাধানে কোন রাষ্ট্র না আসলে তাকে বাধ্য কে করবে? উন্নত দেশ সমূহ পরিবেশের পাছা মারছে, কে তাদের রুখে দেবে?

পৃথিবীর পরিবেশ অখন্ড। কোন প্রান্তে কোন ব্যক্তি, গোষ্ঠী, জাতি, রাষ্ট্র, কোম্পানি পরিবেশের সঙ্গে ব্যবিচার করলে গোঙাতে হয় পৃথিবীর সমগ্র মানুষকে। 


পরিবেশ আন্দোলন তাই পুরো পৃথিবীর সাথে সম্পৃক্ত।

স্লোগান হলো, পৃথিবীতে বাস করার লাইসেন্স আছে?
না থাকলে বহিষ্কার। অর্থাৎ পৃথিবীতে বাস করার জন্য সে অযোগ্য। তাকে জরিমানা গুনতে হবে।

রাষ্ট্র সমূহ চলে রাজনীতি মারফত। রাষ্ট্র তার অভ্যন্তরে অনেক বিধি নিষেধ আরোপ করতে পারে। অন্য রাষ্ট্রকে মিনতি করা ছাড়া আর কিছুই করতে পারেনা।

পৃথিবীটা যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আপনার কী মনে হয় মিনতি কোন ফল দেবে?


যদি না দেয় তবে ভেতর থেকে ভাবতে হবে। সমাধান প্রয়োজন? আর এটাতো ঠিক প্রয়োজন যত দূরেই থাক তাকে হস্তগত করতে আমাদের জন্মের সমস্ত আয়োজন।

অখন্ড পৃথিবীতে অখন্ড রাজনৈতিক কাঠামো, অখন্ড সংবিধান ছাড়া কিভাবে গোল টেবিল বৈঠক হতে সমাধান বেরিয়ে আসতে পারে?

এই মহাবিশ্বে মানুষের বাঁচার জন্য আজ অবধি একটিই গ্রহ- পৃথিবী। পৃথিবীটা সকলের। সুস্থ পৃথিবী মানুষের জন্মগত অধিকার।


আপাতত বৈশ্বিক রাজনৈতিক কাঠামো না আসা পর্যন্ত আমাদের প্রচেষ্টা চলতে থাকুক। ব্যক্তি, গোষ্ঠী, সংগঠন, মিডিয়া সবাই মিলে সচেতন হই বসুমাতার সুস্থতা নিয়ে। পরিবেশ বিপর্যয় রুখে দিতে গড়ে তুলি সচেতন আন্দোলন। 

৩১-১০-২০২১

No comments:

Post a Comment