Thursday, December 23, 2021

ফুলগুলো সব কোথায় হারালো - হাসান রাকিব।

ফুলগুলো সব কোথায় হারালো
হাসান রাকিব
হাসান রাকিব 

 হাওয়া মুভির রিভিউ পড়তে ক্লিক করুন।

একদিন তোমাকে বৃষ্টিভেজা গোলাপ দিলাম
তুমি গোলাপটা নিয়ে বৃষ্টিগুলো আমাকে ফেরত দিলে
তিস্তার মতো আটকে গেল
আমদের মধ্যে পানিবন্টন চুক্তি
ফলে একপাশে খরা একপাশে প্লাবন ভূমি 
সেই গোলাপ আমাদের মধ্যে শান্তি এনে দিতে পরেনি
যেমনটা পারেনি
সমাজতন্ত্র, গনতন্ত্র, পুঁজিবাদ, প্রজাতন্ত্রের রাজনীতি
শোষণ বাড়লো
দূষণ বাড়লো
বাণিজ্যিকভাবে বাড়লো ফুলের চাষ
মানুষের হৃদয়ের উর্বরতা বাড়লো না
ঐ যে একটা ফুল আছে
যে লাবণ্যের কথা বলে
আনন্দের কথা বলে
সাম্যের কথা বলে
যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে শান্তির কথা বলে
সেই ফুলটা কোথায় হারালো?
ফুলগুলো সব কোথায় গেল? 
তরুণ হৃদয় থেকে ফুলগুলো সব কোথায় চলে গেল?

কলমে কবি হাসান রাকিব।

No comments:

Post a Comment